পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মজনু মোল্লার মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মাসুদ (২৫)।
শনিবার সকালে বড় বিঘাই ইউনিয়নে রাস্তার পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।মাসুদের মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো হবে।