কুড়িগ্রামে রাজারহাটের ছিনাই ইউনিয়নের আইরখামার গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম উত্তরবঙ্গ জাদুঘর চত্বরে দিবসটি উপলক্ষে শহীদ মুখতার ইলাহী স্মারক বক্তৃতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাফর আলী, স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. কে মুশতাক ইলাহী। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও পারলিক প্রসিকিউটর এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন।
উল্লেখ্য ১৯৭১ এর এই দিনে কারমাইকেল কলেজ ছাত্র সংসদের ভিপি মুজিব বাহিনীর অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুখতার ইলাহীসহ ১১৯জন নিরীহ বাঙালিকে পাক বাহিনী নির্মমভাবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন ও লালমনিরহাট জেলার বড়বাড়ী ইউনিয়নে অবস্থিত আইরখামার গ্রামে এই নির্মম হত্যাযজ্ঞ চালায়।
বিডি প্রতিদিন/হিমেল