রংপুর বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাদের খামারিদের নিয়ে প্রডিউসার গ্রুপ গঠন ও সংহতকরণ র্শীষক কর্মশালা হয়েছে। আজ সোমবার সকালে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ।
প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক ডা. মো. ইসমাইল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মো. আব্দুর রহিম।
কর্মশালায় রংপুর বিভাগের জেলা-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) ৬০ জন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অংশ নেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির