কুমিল্লার ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর নগরীর গোবিন্দপুরে তার পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার বাদ জোহর কুমিল্লা টাউনহল মাঠে তার ২য় জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। এসময় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, আ ক ম বাহাউদ্দিন বাহার এমপিসহ আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃব্ন্দ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রিয় নেতা কফিনে ফুলেল শুভেচ্ছা জানায়। জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।
এর আগে বেলা ১১ টায় কুমিল্লা জেলা আদালত প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন