ময়মনসিংহের ফুলপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টার দিকে ফুলপুর পৌরসভার গ্রীন রোডে ওই মাহফিল অনুৃষ্ঠিত হয়। দোয়া পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আবুল বাসার আকন্দ।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজা উদ্দিন সুজার সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কায়সার ফেরদৌসের সঞ্চালনায় অনুৃষ্ঠিত দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ (উত্তর) জেলা কৃষকদলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি আবুল হাসান মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন শাহরিয়ার বাবু, মিজানুর রহমান, আব্দুল হাদী আকন্দ সানোয়ার, সদস্য তানভীর আহমেদ সোহাগ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোয়েব হাসান সাদ, নাসির, মনির সরকার, শাহজাহান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ