কক্সবাজারের পেকুয়ায় কাঁকড়া ভর্তি বস্তায় করে পাচারকালে ৪৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দীরপাড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার লাল ব্রিজ এলাকার আলী আহমদের ছেলে নাসির উদ্দিন (২৭) ও কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকার নুরুল আমিনের ছেলে মো. আবদুল হান্নান (২৫)।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) নাদির শাহ জানান, পেকুয়ার নন্দিরপাড়া স্টেশন এলাকা থেকে ইয়াবা পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী গাড়ি চেক করে একটি কাঁকড়া ভর্তি বস্তা জব্দ করা হয়। পরে বস্তা খুলে অভিনব কায়দায় বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো সাড়ে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের আদালতে উপস্থাপন করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর