২৬ নভেম্বর, ২০২১ ১৯:৩০

লঞ্চ যাত্রীদের দুর্ভোগ লাঘবে লালখারাবাদ নদীর নাব্যতা বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

লঞ্চ যাত্রীদের দুর্ভোগ লাঘবে লালখারাবাদ নদীর নাব্যতা বাড়ানোর দাবি

লঞ্চ যাত্রীদের দুর্ভোগ লাঘবে লালখারাবাদ নদীর নাব্যতা বাড়ানোর দাবি।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লালখারাবাদ নদীর নাব্যতা সংকট দূর করে লালখারাবাদ ঘাটে নৌযান নোঙর করানোর দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। শুক্রবার বেলা ১১টায় মেহেন্দিগঞ্জের লালখারাবাদ লঞ্চঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য খালেদ মোশাররফ ও কামরুল হাসান রাফিসহ অন্যান্যরা। 

বক্তারা বলেন, লালখারাবাদ নাব্যতা সংকটের কারণে লালখারাবাদ ঘাটে যাত্রীবাহী নৌযান নোঙর করতে পারছে না। নদীর মধ্যে জেগে ওঠা চরের মাঝে নেমে কাঁদা পানি মারিয়ে তীরে পৌঁছাতে হয় মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নের বাসিন্দাদের।

তাই জনদুর্ভোগ লাঘবে লালখারাবাদ নদী ড্রেজিং করে নাব্যতা সংকট দূর করার দাবি জানান তারা। মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর