২৮ নভেম্বর, ২০২১ ১১:৫০
সিরাজগঞ্জে ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

আওয়ামী লীগ প্রার্থীর দাবি সুষ্ঠু, স্বতন্ত্ররা তুলছেন নানা অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ প্রার্থীর দাবি সুষ্ঠু, স্বতন্ত্ররা তুলছেন নানা অভিযোগ

সিরাজগঞ্জে ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। একটি কেন্দ্রে ভোটারদের লাইন

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ১৯টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। 

নির্বাচনে ১৯টি ইউনিয়নের মধ্যে ২ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাকি ১৭টি ইউনিয়নে নৌকা প্রার্থীসহ ৭৬জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত সদস্য পদে ২১১ জন, সাধারণ সদস্য পদে ৭১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৪৪টি কেন্দ্রে ৫লাখ ৫৯ হাজার ৫০১জন ভোটার ভোট প্রদান করবেন। নির্বাচনে ৫ প্লাটুন বিজিবি-পুলিশসহ ১৫জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। 

তবে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ভোটের পরিবেশ সুষ্ঠু দাবি করলেও বিদ্রোহী প্রার্থীরা প্রকাশ্যে সিলমারাসহ নানা অভিযোগ তুলেছেন। অন্যদিকে কিছু কেন্দ্রে ভোটারাও জোরপূর্বক ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিলমারার অভিযোগ করেছেন। আর নতুন ভোটাররা ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর