২৯ নভেম্বর, ২০২১ ০৬:৪১

যশোরে নৌকা ২১, বিদ্রোহী ১১

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে নৌকা ২১, বিদ্রোহী ১১

প্রতীকী ছবি

যশোরের তিন উপজেলায় ৩৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ২১ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১টিতে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ২টিতে স্বতন্ত্র হিসেবে বিএনপি নেতা এবং একটিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন।

শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৫ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এ উপজেলার ডিহি ইউনিয়নে আসাদুজ্জামান মুকুল (নৌকা), লক্ষণপুর ইউনিয়নে আনোয়ারা বেগম (নৌকা), পুটখালী ইউনিয়নে আব্দুল গফফার সরদার (নৌকা), উলাশী ইউনিয়নে রফিকুল ইসলাম (নৌকা), শার্শা ইউনিয়নে কবির উদ্দিন আহম্মদ তোতা (নৌকা), বাহাদুপুর ইউনিয়নে মফিজুর রহমান (স্বতন্ত্র), গোগা ইউনিয়নে তবিবর রহমান তবি (স্বতন্ত্র), কায়বা ইউনিয়নে আলতাফ হোসেন (স্বতন্ত্র), বাগআচড়া ইউনিয়নে আব্দুল খালেক (স্বতন্ত্র) এবং নিজামপুর ইউনিয়নে সেলিম রেজা বিপুল হোসেন (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন। 

মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একটিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। সবমিলিয়ে এ উপজেলায় ৯টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী, ৫টিতে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং বাকি দুইটিতেও স্বতন্ত্র হিসেবে বিএনপির দুইজন নির্বাচিত হয়েছেন।

এ উপজেলার রোহিতা ইউনিয়নে মো. হাফিজ উদ্দিন (নৌকা), কাশিনগর ইউনিয়নে তৌহিদুর রহমান (নৌকা), খেদাপাড়া ইউনিয়নে আব্দুল আলীম জিন্নাহ (নৌকা), ঝাপা ইউনিয়নে শামছুল হক মন্টু (নৌকা), মশ্মিমনগর ইউনিয়নে আবুল হোসেন (নৌকা), দূর্বাডাঙ্গা ইউনিয়নে মাজহারুল আনোয়ার মাজহার (নৌকা), কুলটিয়া ইউনিয়নে শেখর চন্দ্র রায় (নৌকা), নেহালপুর ইউনিয়নের এসএম ফারুক হোসেন (নৌকা), শ্যামকুড় ইউনিয়নে আলমগীর হোসেন (নৌকা-বিনা প্রতিদ্বন্দ্বিতায়), হরিদাসকাটি ইউনিয়নে আলমগীর হোসেন লিটন (স্বতন্ত্র), ভোজগাতি ইউনিয়নে আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র), চালুয়াহাটি ইউনিয়নে আব্দুল হামিদ (স্বতন্ত্র), খানপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম (স্বতন্ত্র), ঢাকুরিয়া ইউনিয়নে আয়ুব আলী গাজী (স্বতন্ত্র), মণিরামপুর সদর ইউনিয়নে নিস্তার ফারুক (স্বতন্ত্র) এবং মনোহরপুর ইউনিয়নে আখতার মিন্টু ফারুক (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর