২৯ নভেম্বর, ২০২১ ১৫:৪৮

বনভূমি দখলের চেষ্টায় যুবলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বনভূমি দখলের চেষ্টায় যুবলীগ
 সভাপতির বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন ও তার বাবাসহ পাঁচজনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। বনভূমি দখল চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জের কাদিগড় বিট কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অজ্ঞাত আরও সাত থেকে আটজনের নামে মামলা দায়ের হয়েছে। রেজাউল করিম রিপন আসন্ন ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলে জানা গেছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাড়াগাঁও মৌজার সিএস ১১৫ নম্বর দাগে শনিবার একদল লোক সিমেন্ট ও বাঁশের খুঁটি পুঁতে প্রায় দুই একর জমি দখলের চেষ্টা করছিল। পরে ভালুকা রেঞ্জ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে রাসেল মিয়া, রফিকুল ইসলাম ও সুজন মিয়াকে আটক করেন। এ সময় আবদুল কাদের ও তার ছেলে রেজাউল করিম রিপনসহ অন্যরা পালিয়ে যান। তবে রিপন মামলার বিষয়টি অস্বীকার করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর