২৯ নভেম্বর, ২০২১ ১৭:৪৯

সরাইলে মধ্যরাতে বসতঘর আগুনে পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলে মধ্যরাতে বসতঘর আগুনে পুড়ে ছাই

সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে মালামালসহ একটি বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পাঠানপাড়ায় ইউসুফ খাঁর বসতঘরে রাত ১ টায় আগুন লাগার এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, ইউসুফ খাঁর পরিবারের লোকজন রাতে স্বাভাবিক নিয়মে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১টার দিকে ঘরের ভেতরে আগুন দেখতে পান। আগুনের তাপে পরিবারের লোকজন ঘুম থেকে ভেঙে গেলে প্রাণ বাঁচাতে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। আশ-পাশের লোকজন ও প্রতিবেশীরা আগুন নিভাতে চেষ্টা করেন। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষনে আগুনে ইউসুফ খাঁর বসতঘরসহ ঘরে রক্ষিত নগদ টাকাসহ  সকল মালামাল পুড়ে ছাই  হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা না গেলেও পরিবারটির দাবি ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর