কক্সবাজারের টেকনাফের লেদা এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ মো. আরিফ প্রকাশ মুন্না (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঐ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ওই যুবক হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন