৫ ডিসেম্বর, ২০২১ ১৬:০৩

নাসিরনগরে কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নাসিরনগরে কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মো. তারেকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় অপুসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিযনের দুই হাজার কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি সার দেয়া হবে। একই অনুষ্ঠানে সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের কৃষি যন্ত্রপাতিও বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর