৮ ডিসেম্বর, ২০২১ ২১:১৩

চলনবিলকে ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে সংলাপ

নাটোর প্রতিনিধি

চলনবিলকে ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে সংলাপ

চলনবিলকে ব-দ্বীপ পরিকল্পনায় অন্তর্ভুক্তির বিষয়ে নাটোরে সংশ্লিষ্ট অংশীজন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম।

জেলা প্রশাসক শামীম আহমেদ সভাপতিত্ব করেন। সংলাপে তিনটি জেলার ১০টি উপজেলা জুড়ে বিস্তৃত চলনবিলের ২০ লাখ মানুষের জীবন ও জীবিকা বিষয়ে পাওয়ার পয়েন্টে তথ্যচিত্র উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (আইসিটি) শরীফ শাওন। 

ব-দ্বীপ পরিকল্পনায় চলনবিল অংশের পরিকল্পনা প্রস্তাবনা নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠনের সংগঠক সাইফুল ইসলাম এবং নেদারল্যান্ড হাই কমিশনের প্রধান মার্টিজন ভেনডে গ্রোপসহ ৬ সদস্যের প্রতিনিধিবৃন্দ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর