বিগত একদশকে দেশের অভূতপূর্ব উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে অভ্যন্তরীণ রাজস্ব। ২০০৮-২০০৯ অর্থবছরে বাংলাদেশের রাজস্ব আহরণ ছিল ৫২ হাজার ৫০০ কোটি টাকা। ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আহরণ হয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার কোটি টাকা। একদশকে রাজস্ব খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫ গুণের বেশি । শুক্রবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ করদাতাদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তারা একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সকালে নগরীর রুপকথা থিমপার্ক মিলনায়তনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি) মো. আব্দুল মজিদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার অরুণ কুমার বিশ্বাস। কি নোট উপস্থাপন করেন অতিরিক্ত কর কমিশনার জুয়েল আহমেদ। অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ স্লোগানে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে কাস্টমস, এক্সইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগের সেরা ১৪ জন ভ্যাট প্রদানকারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ