লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী-লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় আব্দুল আউয়াল (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ওই দিন বিকালে পাটগ্রাম রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আউয়াল উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গাপাড়া এলাকার হারুন অর রশিদ বাবুলের ছেলে। আব্দুল আউয়াল নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালের দিকে পাটগ্রামে রেললাইন পার হতে গিয়ে আব্দুল আউয়াল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আব্দুল আউয়াল মারা যান।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) উমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম