বিজয়ের সুর্বণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও অবসরপ্রাপ্ত পুলিশ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং তাদের উত্তরাধিকারীগণসহ ১৬ জনকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্স শহীদ গিয়াস উদ্দিন মঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। এতে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান আগত অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীগণকে উপহার ও ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ।
এসময় জেলা পুলিশের কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও অবসরপ্রাপ্ত পুলিশ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং তাদের উত্তরাধিকারীগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন