গাজীপুরের টঙ্গী সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে। "পঞ্চাশে প্রত্যয়, মুক্তিযুদ্ধের চেতনার হবে জয় " এই স্লোগানকে সামনে রেখে টঙ্গী সরকারি কলেজ মুক্তমঞ্চে ৩ দিনব্যাপী এ বিজয় উৎসব শুরু হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সঞ্চালনায় ও জোট সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে আজ দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লাহ খান। উৎসব মঞ্চে প্রতিদিন আলোচনা অনুষ্ঠানের আগে ও পরে জোটভুক্ত সংগঠনগুলো নাটক, আবৃত্তি, সংগীত ও নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দীর্ঘদিন পর এই বিজয় উৎসব উপলক্ষে টঙ্গীর সাংস্কৃতিক অঙ্গন ও শিল্পীদের মাঝে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
বিডি প্রতিদিন/এএম