যশোরে রাকিব সর্দার (২৮) নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বকচর হুশতলা বিশে মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রাকিব বকচর হুশতলা কবরস্থান এলাকার আব্দুর রহমান লিটুর ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় বিশে মোড়ে একটি চটপটির দোকানে চটপটি খাচ্ছিলেন রাকিব। এসময় ৬/৭ জনের একদল দুর্বৃত্ত রাকিবের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসিবুর রহমান নামে এক ব্যক্তি রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপতালের দায়িত্বরত চিকিৎসক মুরসালিনুর রহমান জানান, নিহত রাকিব সর্দারের পেটে, পিঠে ও উরুতে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ভাই রাজিব জানান, তার ভাই ভাংড়ির (পুরনো জিনিসপত্র) দোকানে শ্রমিকের কাজ করতেন। রাজিব ধারণা করছেন, অন্য কাউকে হত্যা করতে এসে দুর্বৃত্তরা ভুল করে তার ভাইকে হত্যা করে থাকতে পারে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাইজুল ইসলাম বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম