মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাটোরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। আজ শুক্রবার সকাল দশটার দিকে হরিশপুর জেলা পুলিশ লাইনস এর ড্রিল শেডে এই সংবর্ধনা প্রদান করা হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পিবিআই পুলিশ সুপার শরিফ উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের ফুল এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। পরে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে এবং বিভিন্ন দাবি দাওয়া করে বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধাদের সমস্যাগুলোর সমাধান করার আশ্বাস দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার লিটন কুমার সাহা।
বিডি প্রতিদিন/এএ