বাগেরহাটের মোংলায় ২ হাজার ৭৬০ লিটার চোরাই তেলসহ হাফিজুর মোল্লা (২২) নামের এক চোরা কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার ভোরে মোংলা উপজেলার পশুর নদীর হারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসম অবৈধ তেল বহনকারী ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি জব্দ করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যরা। আটক হাফিজুর মোল্লা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কাশ্মির এলাকার আব্বাস মোল্লার ছেলে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশুর নদীর হারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭৬০ লিটার চোরাই তেল ও ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম