গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তারিক রিফাতের বিরুদ্ধে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর কাঠের নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ওই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ সরকার এ অভিযোগ করেন।
আব্দুল লতিফ সরকারের অভিযোগ, ধুতুরবাড়ি এলাকায় তার নির্বাচনী অফিস রবিবার গভীর রাতে পেট্রোল দিয়ে আগুন দেয় তারিক রিফাতের কর্মী ও সমর্থকরা। এতে নৌকা প্রতীকসহ নির্বাচনী অফিস পুড়ে যায়। এ বিষয়ে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।
তবে তারিক রিফাত এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে হেয় প্রতিপন্ন করার জন্য আব্দুল লতিফ সরকার এ অপপ্রচার চালাচ্ছেন।
গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন কুমার চ্যাটার্জ্জী বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি জানার পর জড়িতদের শনাক্তে অনুসন্ধান করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম