চুয়াডাঙ্গায় শীত জেঁকে বসেছে। কয়েকদিন আগে থেকে তাপমাত্রা নিচের দিকে নেমে আসা শুরু হয়েছে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস। দুদিন ধরেই তীব্র শীতে কাপছে জেলার মানুষ।
সারাদিন এবং রাতে শীত থাকছে। বিকেলের পর থেকে কামড় দিচ্ছে শীত। শীতের কষ্ট এড়িয়ে চলার জন্য রাত আটটার পর থেকেই শহর ফাঁকা হয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় ছিল ৭ ডিগ্রি রেকর্ড করা হয়। যা এই মৌসুমে চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
শহর ঘুরে দেখা গেছে, তীব্র শীত থাকার পরও নিম্নআয়ের মানুষদের কাজের সন্ধানে ঘরের বাইরে আসতে হচ্ছে। অনেকে কাজ পাওয়ার আশায় শীতের তীব্রতা সহ্য করে রাস্তার পাশে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। শীতের কষ্ট মেনে নিয়ে শ্রমজীবী অনেকে ভোর থেকে কাজ শুরু করতে বাধ্য হচ্ছে।
শহরের পুরাতন কাপড়ের দোকানগুলোতে ইতিমধ্যেই বেচাকেনা বেড়ে গেছে। ভিড় করে মানুষদের পুরাতন কাপড় কিনতে দেখা যাচ্ছে। একইসাথে শুরু হয়েছে গরম শীতের পিঠা বিক্রি। রাস্তার পাশে তৈরির পরপরই বিক্রি হওয়া এই পিঠার দোকানেও ভিড় দেখা যাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম