বিজয়ের ৫০ বছর উপলক্ষে শেরপুর জেলার নালিতাবাড়ী বাজার ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা এই শীতবস্ত্র বিতরণ করেন।
জানা গেছে, কমরেড আবুল বাশার ব্রিগেডের সমন্বয়ক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সম্পাদক রাজিয়া সুলতানা উপস্থিত থেকে খেতমজুর, গৃহশ্রমিক, দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন। সহযোগিতা করেন গণস্বাস্থ্য কেন্দ্র, ইনসিডিন বাংলাদেশ ও মনসুরুল হক, মনিরা বেগম এবং রওশন আরা রেখা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের শেরপুর জেলার সভাপতি মনোয়ারা খাতুন লিলি, নকলা উপজেলা খেতমজুর নেতা আলমাস শেখ, নালিতাবাড়ী উপজেলা কমিটির নেতা রিতা রাণী পাল, আঃ হাকিম আজিজ, ইসমাইল হোসেন, সজীব কুমার,বাঘবেড় ইউনিয়নের রফিকুল ইসলাম, মুজিবরসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী।
বিডি প্রতিদিন/এএ