কক্সবাজারের চকরিয়ায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ১০ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপির সম্মেলন কক্ষে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন।
তাদের শপথ বাক্য পাঠ করান কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম প্রমুখ।
চলতি বছরের ১৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে চকরিয়ার ১৮টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়। নৌকার নিয়ে বিজয়ী হয়েছেন ৫ জন আর স্বতন্ত্র থেকে নির্বাচনে করে বিজয়ী হয়েছেন ৫ জন জন চেয়ারম্যান।
বিডি প্রতিদিন/এএ