খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনের উৎসবকে ঘিরে দিনাজপুরের খ্রিষ্টান পল্লীগুলোসহ বিভিন্ন গির্জা ও বাড়িতে চলছে সাজসজ্জা ও উৎসবের আমেজ। পরিবারগুলোয় চলছে নানা রকম আয়োজন, ব্যস্ত সময় পার করছেন তারা। করোনার কারণে গতবছর বড়দিন পালন করতে না পারলেও এবারে বড়দিনের উৎসব পালনের প্রস্তুতি নিয়েছেন তারা।
বড়দিন উদযাপনে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বাড়িঘরে নানা ধরনের আলপনা আঁকা হয়েছে। বড়দিনকে ঘিরে বিভিন্ন ধরনের পিঠা ও কেক তৈরি করা হচ্ছে। পরিবারের সদস্যরা নতুন জামা-কাপড় পড়বেন। উৎসবমুখর পরিবেশে বড়দিন পালন হচ্ছে এবার- এমনটাই বললেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
খ্রীষ্টান সম্প্রদায়ের বড় উৎসব “শুভ বড়দিন” উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির শুভেচ্ছা ও উপহার পৌছে দিলো দিনাজপুর শহর আওয়ামী লীগ ও অঙ্গযোগী সংসঠনের নেতাকর্মীরা।
শুক্রবার দিনাজপুর বিশপ হাউজ, দিনাজপুর সেন্ট যোসেফ স্কুল, মাদার হাউস, সুইহারী ক্যাথলিক চার্জ, দিনাজপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ, সেন্ট জেভিয়ার কনভেন্টসহ বিভিন্ন খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে এ উপহার পৌছে দেয়া হয়েছে।
এসময় দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু, সিস্টার বীনা এস রোজারিও সিআইসি, সুপেরিওর জেনারেল, সিস্টার এলিজাবেধ তপ্ন,ফাদার জাংকি পিমে, সেন্ট যোসেফ স্কুলের প্রধান শিক্ষক খ্রীষ্টীনা লিপি, সেন্ট জেভিয়ার কন্টভেন্ট-এর পস্টুলে›ন্ড মিস্টেজ সিস্টার যোদিতা মুর্মু উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ