২১ জানুয়ারি, ২০২২ ২১:৫৪

দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে শীতের তীব্রতা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে শীতের তীব্রতা

মাঘের শুরুতে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীত জেঁকে বসেছে। গত দু’দিন ধরে তাপমাত্রা  রয়েছে অপরিবর্তিত। 

বৃহস্পতিবার সারাদিন সূর্যের দেখা মেলেনি। তবে শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকলেও সকাল ১০টার দিকে রোদের দেখা পাওয়া যায়। তবে সূর্য ওঠার কারণে জনজীবনে নেমে আসে স্বস্তি। 

এদিকে, শৈত্যপ্রবাহ না থাকলেও হিমেল হাওয়ায় বিকালের পর থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। তবে আগামী দু’দিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। 

শুক্রবার দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী সপ্তাহের শুরুতে ২৩ ও ২৪ জানুয়ারি দিনাজপুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৯ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয়। তবে আগামী সপ্তাহের ২৩ ও ২৪ জানুয়ারি দিনাজপুরসহ দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় শীতের মাত্রা আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

এবারের শীত মৌসুমে গত ১২ জানুয়ারি দিনাজপুরে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর