২২ জানুয়ারি, ২০২২ ১৮:৫৯

শেরপুরে বস্তাবন্দি নারীর লাশের পরিচয় মিলেছে

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বস্তাবন্দি নারীর লাশের পরিচয় মিলেছে

প্রতীকী ছবি

শেরপুরের কামারিয়া ইউনিয়নের একটি ক্ষেত থেকে অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের দশ ঘণ্টা পর পরিচয় মিলেছে। বিকেলে শেরপুর সদর থানা থেকে তার পরিচয়ের বিষয়ে সাংবাদিকদের জানানো হয়।

পুলিশ জানায়, দুপুরে ময়না তদন্তের সময় ভোটর আইডি কার্ডের জন্য আঙুলে যে ছাপ দেওয়া হয়েছিল সেই ছাপ থেকেই ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ওই নারীর নাম নুরেজা বেগম (৪০)। তিনি শেরপুরের নকলা উপজেলার কায়দা এলাকার জনৈক আজাহার আলীর স্ত্রী এবং উপজেলার ইশিবপুর এলাকার নূর ইসলামের কন্যা। নুরেজা বেগম দুই সন্তানের জননী। এই বিষয়ে নূরেজার স্বামী নূর ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। 

উল্লেখ্য, আজ শনিবার সকাল ৭টার দিকে শেরপুর সদরের কামারিয়া ইউনিয়নের কৃষক ফরমান আলী তার পতিত ক্ষেতে ইরি-বোরো চারা রোপন করতে গিয়ে একটি রক্তমাখা বস্তা তার ক্ষেতের পাশে পরে থাকতে দেখে। পরে শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ বস্তা থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইগনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর