২৬ জানুয়ারি, ২০২২ ১৫:১৭

৫ হরিণের চামড়াসহ পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

৫ হরিণের চামড়াসহ পাচারকারী গ্রেফতার

সুন্দরবনের হরিণের চামড়া গোপনে পাচারের সময় ৫টি চামড়াসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত যুবকের নাম মো. আল-আমিন শরীফ। সে খুলনার দাকোপ বানিশান্তার ফারুক শরীফের ছেলে। সুন্দরবনের সংরক্ষিত এলাকায় ঢুকে বিশেষ ধরনের ফাঁদ ব্যবহার করে হরিণ শিকার করে ও পরে তা চড়া দামে বিক্রি করে পাচারকারী চক্রটি।

বুধবার খুলনার লবনচরায় র‌্যাব-৬ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার আল-আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে মোংলার বিদ্যাবাহন খেয়াঘাট থেকে ৫টি হরিণের চামড়াসহ আল-আমিনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের আরও কয়েকজন সদস্যের নাম জানা গেছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর