২৬ জানুয়ারি, ২০২২ ২১:৪৩

নেত্রকোনা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার খারনৈ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওরিও বিস্কুট এবং স্কীন শাইন ক্রীম জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র সদস্যরা। যার আনুমানিক বাজারদর ২১ লাখ ৯৭ হাজার ২০০ টাকা। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হবে বলে বিজিবি’র তরফে জানানো হয়েছে। 

আজ বুধবার দুপুরে লে. কর্নেল এএসএম জাকারিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ বুধবার ভোরে খারনই ইউনিয়নে অবস্থিত খারনই বিওপিতে কর্মরত মো. সামছুর রহমানের নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক মেইন পিলার ১১৭৮ হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ গোবিন্দপুর নামক স্থানে টহল দিচ্ছিল। 

পরে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন চোরাকাবারীরা মালামাল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। ফলে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওরিও বিস্কুট এবং স্কীন শাইন ক্রীম জব্দ করে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর