দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা । রবিবার সকালে শহরের তেবাড়িয়া হাট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর- চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান রিয়াদ ইকবাল সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, ছাত্রনেতা মিনহাজুর রহমান মনির, হাসান শরীফ চমকসহ জেলা,উপজেলা, পৌর, কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ