জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণ দিবস কর্মবিরতি নাটোরে ৪র্থ দিনের মত চলছে। আজ রবিবার সকাল ৯টার দিকে সকল কর্মচারীবৃন্দ তাদের হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট ভবনের সামনের বারান্দায় এই কর্মবিরতি পালন শুরু করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), নাটোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জআমান, দপ্তর সম্পাদক সোহলে রানাসহ কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের মাঠ পর্যায়ের কর্মচারীরা এই কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি পালনকালে প্রধানমন্ত্রী কর্তৃক ২৪-০১-২০২১ তারিখের অনুমোদন এবং জনপ্রশাসন মন্ত্রনালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করার দাবী জানান তারা ।
বিডি প্রতিদিন/এএ