তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক পরিচালিত "তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সবধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন" শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের নিবন্ধন শীর্ষক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার শাখার আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের একাডেমিক ভবনের সভা কক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা'র প্লেসমেন্ট অফিসার শিবলী আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমানুল্লাহ আল হাদী।
এ সময় আরও বক্তব্য দেন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার প্রশিক্ষক সোহেল রানা প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, প্রতিবন্ধীদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে যদি কাজে লাগানো সম্ভব। তাদেরকে কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের আউটসোর্সিং করার আহবান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/ফারজানা