নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা ছাত্রদল ভিক্টোরিয়া রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন এর সঞ্চালনায় ও জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল খান। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপি নেতা কাজী শফিকুর রহমান লিটন, আশরাফ পাহেলী, খন্দকার রাশেদুল আলম রাশেদ, শফিকুর রহমান শফিক, মহিলা দল নেত্রী এডভোকেট মমতাজ করিম, সাবেক ছাত্রদল নেতা ইথেন, মনিরুজ্জামান জুয়েল, ভিপি নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান। এবং নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও হুঁশিয়ারি প্রদান করা করেন।
এসময় ছাত্রদল ও বিএনপি নেতৃবৃন্দসহ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা