নারী-পুরুষের সমান অধিকারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ফেষ্টুন নিয়ে বর্ণাঢ্য বাইসাইকেল র্যালি বের হয়। দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির থেকে র্যালিটি বের হয়ে ৩ কিলোমিটার পথযাত্রা শেষ করে আবার ওই মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় ছাত্রীরা নারী-পুরুষের সমান অধিকার এর দাবিতে শ্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিন করে। পরে মন্দির চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে নারীদের সমান অধিকার নিশ্চিতের দাবীতে দিনাজপুরে আর্ন্তজাতিক নারী দিবস এভাবে পালন করা হয়। দৃষ্টিনন্দন বাইসাইকেল র্যালিটি রাস্তার দুইপাশের সবার দৃষ্টি কাড়ে।
নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় টেকসই আগামীর জন্য ‘জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য ’।
র্যালি শেষে এক আলোচনা সভায় মানব কল্যান পরিষদের ব্যবস্থাপক সারা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আকতার, এডুকেশন নেট বাংলাদেশ সংস্থার টিম লিডার মঞ্জুশ্রী মিত্র, পরিচালক রবিউল আজম সুন্দরপুর ইউপি চেয়ারম্যান আবু তোরাব মানিক, বি এম জেড জার্মান প্রতিনিধি অ্যানেসথেসিয়া রাও প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ