মুন্সিগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের ডোবা থেকে অজ্ঞাত নারী (২৩) ও শিশুর (২) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলাপাড়া দক্ষিণ পাইকসা এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা মা-মেয়ে হতে পারে। হত্যাকাণ্ডের পর মরদেহ দুটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কম্বলে মোড়ানো দুটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পাই। এর মধ্যে একটি নারী ও একটি মেয়ে শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তারা মা মেয়ে হতে পারে। হত্যাকান্ডের পর ঘাতক কিংবা ঘাতকরা মরদেহ দুটি এখানে ফেলে গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন। নিহতদের পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম