৪টি শাপলাপাতা মাছসহ এক মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সুন্দরবন বিভাগ। মঙ্গলবার বিকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ জেলার প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র কেবি ফিসারীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪টি শাপলাপাতা মাছসহ জাফর সরদার (৪৫) নামে মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাফর সরদার বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল গ্রামের আজহার আলী সরদারের ছেলে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরসহ সুন্দরবনের লবনাক্ত পানিতে বিচারণ করা শাপলাপাতা মাছ মহাবিপন্ন বিলুপ্তপ্রায় প্রজাতির। গ্রেফতারকৃত জাফর সরদার এই ৪টি শাপলাপাতা মাছ খুলনা মহানগরের কেসিসি রূপসা পাইকারী মৎস্য বাজার থেকে ৩৮ হাজার ৬৬০ টাকায় ক্রয় করে মঙ্গলবার দুপুরে বাগেরহাটে নিয়ে আসে। গ্রেফতারকৃত মাছ ব্যবসায়ীর কাছে ক্রয় রশিদ থাকায় জাফর সরদারের পাশাপাশি মেসাার্স আমিনিয়া ও আজমীর ফিস ট্রেডার্সের দুই মালিক হাজী মো. মাহবুব মোড়ল ও শহিদুল ইসরাম ভূঁইয়াকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত জাফর সরদারকে মঙ্গলবার বিকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এএম