ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। জানা যায়, সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় পরিত্যাক্ত জঙ্গলের ঝোপঝাড় ও কুচুরিপানা বেষ্টিত পরিত্যক্ত খালে অর্ধগলিত ওই মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়দের ধারনা, অজ্ঞাত এই ব্যক্তিকে হত্যা করে খুনিরা রাতে এ পরিত্যাক্ত জঙ্গলের খালে ফেলে গেছে।
নবীনগর থানার এস. আই. ময়নাল জানান, পরিত্যাক্ত জঙ্গলের একটা খাল থেকে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম