বান্দরবান জেলা সদরের ভাঙামুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে পড়ে গাড়ি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার জেলা সদর থেকে মালামাল বোঝাই করে ভাঙ্গামুড়া যাওয়ার পথে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম সিং ওমং মারমা (৩৫)। তার বাড়ি বান্দরবানের সদর উপজেলার হ্লাপাইমুখ পাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় গাড়িতে তিনজন যাত্রী ছিলেন। তারা লাফিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও জিপের নিচে চাপা পড়ে নিহত হন গাড়ির চালক সিং ওমং মারমা।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় নিহত চালক সিং ওমং মারমার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এমআই