আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে পুলিশ লাইন্স মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পুলিশ লাইন্স ড্রিল সেডে গিয়ে শেষ হয়। র্যালি শেষে “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ
অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব অনির্বাণ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,
জেলা মহিলা পরিষদের সভানেত্রী অ্যাডভোকেট মায়া ভৌমিকসহ বেশ কয়েকজন নারী পুলিশ সদস্য। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নারী কনস্টেবল সাদিয়া আক্তার।
বিডি প্রতিদিন/এএ