গাইবান্ধায় শিশুকে অপহরণের পর ধর্ষণ এবং হত্যা মামলায় মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবকের আমৃত্যু কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে-১ এর বিচারক কে এম শহিদ আহম্মেদ এই রায় প্রদান করেন। মামলার অন্য তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ফুলছড়ির গজারিয়া বাউসী গ্রামের সেলিম মিয়ার শিশু কন্যা সিনথিয়া আক্তারকে (০৭) একই গ্রামের সায়দার রহমানের ছেলে মাজেদুল ইসলাম ২০১৭ সালের ৩১ আগস্ট অপহরণের পরে ধর্ষণ এবং শ্বাসরোধে হত্যা করে শিশুটির লাশ একটি পুকুরের কচুরিপানার ভেতর লুকিয়ে রাখে। পরদিন ১ সেপ্টেম্বর পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা সেলিম মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন আদালতের পাবলিক প্রসিকিউটর গুলসান নাহার মুনমুন বলেন, দীর্ঘ শুনানির প্রায় পাঁচ বছর পর সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন। এছাড়াও আলামত গোপন এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে মাজেদুলের আরও পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু বলেন, আসামীপক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর