বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের জন্য কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের প্রথমবর্ষের ছাত্র-ছাত্রীদের ‘অংশীজনের সমন্বয়ে অবহিতকরণ সভা’ মঙ্গলবার কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এবং সহযোগী পরিচালক (ছাত্রকল্যাণ) দেবাশীষ চন্দ্র আচার্য্য এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ