বাগেরহাটে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাটের এসিলাহা মিলানায়তনে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সিভিল সার্জন, বাগেরহাট জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, জনপ্রতিনিধি, জেলা সমাজসেবা কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, নারী নেত্রী, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
বাগেরহাটের জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথ আয়োজন র্যালী স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষ সভাস্থলে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৪ জন জয়িতাকে প্রধান অতিথি ক্রেস্ট ও জয়ীতা সনদ প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম