কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ‘‘একটি গ্রামে একজন ইলেক্ট্রিসিয়ান” বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রশিক্ষণ উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেণু।
উপজেলা নির্বাহি কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ আকন্দ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম।
বিডি প্রতিদিন/এএম