দেশের আর্থিক অন্তর্ভুক্তির চিত্র বদলে দেওয়া মোবাইল ফোন আর্থিক সেবা খাতের ১০ বছর পূর্তি উদযাপনে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘এমএফএস মেলা’।
এমএফএস নিয়ে সচেতনতামূলক পুতুল নাচ, গম্ভীরা, পথ নাটক নিয়ে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসের নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম। এ সময় উপস্থিত ছিলেন ডি.জি.এম দেবব্রত সাহা ও ডি.ডি কামাল হোসেন এবং এমএফএস প্রতিষ্ঠানের কর্মকর্তা, পরিবেশক, এজেন্ট ও ব্যাংকের কর্মকর্তা।
১০ বছর পূর্তি আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়, ট্যাপ, মাই ক্যাশ, টেলিক্যাশ, ট্যাপ এন পে, এফএসআইবিএল, রূপালী ব্যাংক লিমিটেড, ওকে ওয়ালেট, ইসলামিক ওয়ালেট ও নগদ। এ খাতের ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভাগীয় শহরগুলোতে এমএফএ মেলা ও ঢাকায় সেমিনারসহ নানান উদ্যোগ নেওয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর