বরিশালের বাবুগঞ্জে বিনা সরিষা-৪’র চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে মঙ্গলবার ওই উপজেলার দক্ষিন ভবানীপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. খোরশেদ আলম ও প্রদর্শনী চাষি মো. গোলাম কবীর প্রমুখ। মাঠ দিবসের অনুষ্ঠানে শতাধিক কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম