গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করা হয়েছে। জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই ব্রেস্ট ফিডিং কর্নারটি স্থাপন করা হয়।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রেস্ট ফিডিং কর্নারটি উদ্বোধন করেন।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাওন শিকদার টুটু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া।
আরও উপস্থিত ছিলেন জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রতন সেন কংকন, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক জাহিদুল ইসলাম ও সমীর রায়সহ প্রসূতি মায়েরা।
বিডি প্রতিদিন/এমআই