দিনাজপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নবনির্বাচিত ১০৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ইউপি নির্বাচনে নির্বাচিত সদস্য ১০৮ জনকে শপথ বাক্য পাঠ করান দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।
এ সময় সদর উপজেলা ইউনিয়ন পর্যায়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরন করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মুঈদ জনসাধারনের দোরগড়ায় সেবা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের নিঃস্বার্থভাবে কাজ করার আহবান জানান।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, কোতয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার জায়েদ ইবনে আবুল ফজল, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোসনা, শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম, শশরা ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদ রানা প্রমুখ ।
বিডি প্রতিদিন/এএ