মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হবিগঞ্জ সদর মডেল থানার একজন এসআইসহ ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হচ্ছেন-সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ্র চন্দ্র দাশ, কনস্টেবল জসিম উদ্দিন ও গাড়ি চালক আশিক নুর। মঙ্গলবার পুলিশের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার এসএম মুরাদ আলী জানান, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এর বাইরে তিনি বলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে তদন্ত হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ সুপার এসএম মুরাদ আলী তাদের সাময়িক বরখাস্ত করেন।
বিডি প্রতিদিন/এমআই