টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও নানা পেশা শ্রেণির মানুষের সাথে মতবিনিময় সভা করেছে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্যা গবেষক ও প্রফেসর আলীম মাহমুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা সইদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম বাদল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন পেশা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ